একুশে ফেব্রুয়ারি স্মরণে একটি কবিতা

একুশে ফেব্রুয়ারি স্মরণে একটি কবিতা

শ্রী পঞ্চমী
কলমে তন্ময় ঘোষ( শিবরাম পল্লী, হায়দরপাড়া, শিলিগুড়ি)
শ্বেত-শুভ্র বস্ত্রে মাগো,
মোদের ইস্কুলেতে আজ তুমি,
হাতেখড়ি আর প্রার্থনাতে,
মুখর হবে শ্রীপঞ্চমী।।

পড়বে খুকু হলুদ শাড়ি,
খোকার গায়ে পাঞ্জাবি,
ডাকের সাজে সাজবে মা আজ,
নাকে নতুন নাকছাবি।।

পড়বে খুকু হলুদ শাড়ি,
খোকার গায়ে পাঞ্জাবি,
ডাকের সাজে সাজবে মা আজ,
নাকে নতুন নাকছাবি।।

থালা ভরা খিচুড়ি-পায়েস,
দোয়াত ভরা দুধের জল,
আজ পাঠশালাতে কিচিরমিচির,
দল বেধে যায় খুদের দল।।

স্বপ্ন কত ওদের চোখে ,
লেখাপড়ায় আসুক গতি,
পলাশ ফুলের অঞ্জলিতে,
প্রণাম তোমায়,মা সরস্বতী।।

ভালো মানুষ আমরা হবো,
মায়ের কাছে প্রার্থনা,
আসবে মা বছর পরে,
আবার পুজোর দিন গোনা।।

মাগো তুমি বিদ্যা ঢালো,
সবার ঘরে-ঘরে,
আমার দেশের মানুষ যেন,
নিজের ভাষায় পড়তে পারে।।

আমার ভাষা মিষ্টি মধুর
অমৃতের ই সমান,
মাতৃভাষা আত্মা জাতির,
সবে দিও তারে মান।।