এই দুই যমজ ভাই চলাফেরা করতে পারে না, হুইল চেয়ার দিয়ে মনোবল বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদন ঃ  একা চলতে ফিরতে খুব কষ্ট এই দুই যমজ ভাইয়ের।একজন পরাগ রায়,আরেকজন পূজন রায়।দুজনের বাড়ি রাঙাপানির হাতবোরায়।শারীরিক প্রতিবন্ধকতা এমনই যে ওরা একা চলাফেরা করতে পারে না। রয়েছে অনেক শারীরিক প্রতিবন্ধকতা। কিন্তু ওদের পড়াশোনার করার ইচ্ছে রয়েছে, ওরা স্কুলে যেতে চায়।ওদের সেই ইচ্ছে যাতে পূরন হয় সেজন্য ওদের পাশে দু-হাত বাড়িয়ে দিলো উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্ট। সংস্থার তরফে দুজনকেই দুটি হুইল চেয়ার উপহার হিসাবে তুলে দেওয়া হয়েছে। ওদের বাড়ি হাতবোরার গ্রামে গিয়ে ওদেরকে হুইল চেয়ার উপহার দিয়ে ওদের মনোবল বৃদ্ধি করেন পৌষ মেলা ট্রাস্টের বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা, বিদ্যাবতী আগরওয়ালা, জীবন কুমার দে,দেবাশীষ ঘোষ সহ অন্যরা।উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের তরফে সারা বছর ধরেই বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করা হয়। ওই দুই যমজ ভাই এর পরিবার পৌষ মেলা ট্রাস্টের কাছে আবেদন জানালে তাঁরা হুইল চেয়ার প্রদানের উদ্যোগ নেন বলে জ্যোৎস্নাদেবী জানিয়েছেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-