এক হাত নেই, এক হাত অকেজো– মাধ্যমিকে কৃতী বিশ্বজিৎকে শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদন ঃ  এক হাত নেই বিশ্বজিৎ সিদ্ধার,আর এক হাত অকেজো। ঘরে অভাব থাকায় কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শক লেগেছিল হাতে।তারপর থেকে বিশেষ চাহিদাসম্পন্নের তালিকায় নাম লেখায় বিশ্বজিৎ। কিন্তু প্রতিবন্ধকতা উপেক্ষা করে সে পড়াশোনা চালিয়ে গিয়েছে। শিলিগুড়ি বাল্মিকী বিদ্যাপীঠে পড়তো সে,বাড়ি সূর্যসেন কলোনিতে। এবারে মাধ্যমিক পাশ করায় রবিবার তাঁকে শুভেচ্ছা জানান জলপাইগুড়ি জেলা যুব তৃনমূলের সহ সভাপতি এবং এসজেডিএ বোর্ড সদস্য গৌতম গোস্বামী। মাধ্যমিক পরীক্ষার সময়ও পরীক্ষা দিতে যাতে বিশ্বজিৎ এর সমস্যা না হয় তারজন্য টোটোর ব্যবস্থা করে দিয়েছিলেন গৌতমবাবুরা।আগামী দিনে বিশ্বজিৎকে পড়াশোনার জন্যও সবরকম সহযোগিতার আশ্বাস এদিন তিনি দিয়েছেন।
অপরদিকে শিলিগুড়ি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের ছাত্র দেবাংশু রায় ৬১৬ নম্বর পেয়ে এবার সকলের নজর কেড়েছে।বাড়িভাষার ভি আই পি রোডে বাড়ি দেবাংশুর।তার বাবা লক্ষ্মন রায় সামান্য মিস্টির দোকানের কর্মচারী। ঘরে অভাবের সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে গিয়েছে দেবাংশু।এরমধ্যেই তাঁর রেজাল্ট সকলের নজর কাড়ছে।রবিবার এস জে ডি এর বোর্ড মেম্বার গৌতমবাবু দেবাংশুকে শুভেচ্ছা জানান। আগামীতে বিজ্ঞান নিয়ে পড়বে দেবাংশু।এরজন্যও তিনি দেবাংশুকে সহায়তা করতে প্রস্তুত বলে গৌতমবাবু জানান।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-