
নিজস্ব প্রতিবেদন ঃ তিনি গরিব মানুষদের ভালোবাসতেন। আর তিনি ব্যক্তিগতভাবে খিচুড়ি খেতে খুব ভালোবাসতেন। তাই তাঁর মৃত্যুবার্ষিকীতে প্রতি বছর ২২শে মে শিলিগুড়ি হায়দরপাড়া, শালুগাড়া সহ আশপাশের বিভিন্ন এলাকা এবং ডুয়ার্সের কিছু চা বাগান এলাকায় গরিব মানুষদের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত খিচুড়ি বিলি করা হয়। সোমবার সেই কর্মসূচি অব্যাহত রাখলো সচিত্র গ্রুপ অফ কোম্পানিজ। একদিকে শিল্প কারখানা স্থাপন আর একদিকে গরিব মানুষের পাশে দাঁড়াতে ৩২ বছর আগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সচিত্র পাল ওরফে কালু।শিলিগুড়ি হায়দরপাড়া স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠাতেও তাঁর ভূমিকা ছিলো ব্যাপক।আততায়ীদের হাতে তিনি নিহত হয়েছিলেন।তাই তাঁর মৃত্যু বার্ষিকীকে খিচুড়ি লাবড়া বিতরনের কর্মসূচি সোমবার ভোর থেকে শুরু হয়। প্রয়াত সচিত্র পালের ভাই শিল্পোদ্যোগী মৃনাল পাল ওরফে মনা এবং তাদের সমগ্র পরিবার এদিন সকাল থেকে খিচুড়ি লাবড়া বিতরনে ব্যস্ত ছিলেন। একই সঙ্গে হায়দরপাড়া স্পোর্টিং ক্লাব চত্বরে প্রয়াত সচিত্র পালের প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বহু গরিব অসহায় মানুষ কালু পালের কাছে বিভিন্ন ভাবে উপকার পেয়েছেন। তাই আজ সশরীরে না থাকলেও বহু গরিব অসহায় মানুষের হৃদয়ে আজও জীবিত সচিত্র ওরফে কালু পাল।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —