খবরের ঘন্টার সংবর্ধনা ২০২৩,প্রাপক রানা দে সরকার

নিজস্ব প্রতিবেদন ঃ খবরের ঘন্টা শুরু করেছে সংবর্ধনা প্রদান।২২শে অক্টোবর ২০২৩ তারিখে মহা অষ্টমীতে প্রথমে এই সংবর্ধনা দেওয়া হয় শিলিগুড়ি দেশবন্ধু পাড়া বাবুপাড়া নিবাসী রানা দে সরকারকে।দেশবন্ধুপাড়ার ঐতিহ্য মন্ডিত সংস্থা আর্য সমিতির সম্পাদক রানাবাবু।ক্রীড়া ও সংস্কৃতির প্রসারে তিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।এছাড়া শিলিগুড়ি মহকুমা রেফারিজ ও আম্পায়ার্স এসোসিয়েশনের সম্পাদকও তিনি।খবরের ঘন্টারও শুভাকাঙ্ক্ষী রানাবাবু।তাই তাঁকে সংবর্ধনা তুলে দেওয়া হয়েছে। সংবর্ধনা তুলে দিয়েছেন খবরের ঘন্টার সম্পাদক বাপি ঘোষ। সংবর্ধনা হিসাবে চকোলেট, খাদা প্রদান এবং স্মারক তুলে দেওয়া হয়। স্মারকে লেখা রয়েছে দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বোসের একটি উল্লেখযোগ্য উক্তি। খবরের ঘন্টা ইতিবাচক ভাবনা নিয়ে কাজ করতে থাকায় তার সঙ্গে সামঞ্জস্য রেখে নেতাজি সুভাষ চন্দ্র বোসের একটি উদ্ধৃতি রয়েছে তাতে। উদ্ধৃতিতে উল্লেখ রয়েছে,
” ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয়,আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত।”– নেতাজি সুভাষচন্দ্র বসু।স্মারকের মধ্যে থাকা ভারতবর্ষের একটি মানচিত্রের মধ্যে ওই উদ্ধৃতিটি রয়েছে। সেই মানচিত্রের পাশেই রয়েছে দেশের জাতীয় পতাকা।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—