সাজু তালুকদারের হেভেন শেল্টার হোমে মানবিক কাজ

নিজস্ব প্রতিবেদন ঃ  বীরপাড়ায় রয়েছে বিশিষ্ট সমাজসেবী সাজু তালুকদারের হেভেন শেল্টার হোম। অসহায় এবং ভয়ানকভাবে বিপর্যস্ত বহু মানুষকে নিজের তৈরি হেভেন শেল্টার হোমে ঠাঁই দিয়েছেন সাজুবাবু।এই ব্যতিক্রমী মানবিক কাজের জন্য সাজু তালুকদারের নাম চারদিকে ছড়িয়ে পড়েছে। সেই হেভেন শেল্টার হোমে গত ২১শে মে স্বেচ্ছাসেবী সংস্থা আশ্বাস পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছিলেন। চলতি আর্থিক বছরে এটা আশ্বাসের প্রথম কাজ।হেভেন শেল্টার হোমে আশ্বাসের সদস্যরা স্মরন করেছেন তাদেরই এক সদস্যা অনিতা ভট্টাচার্যর মাসির প্রয়াত স্বামী বিজয় কুমার চক্রবর্তীকে।
অনিতাদেবী তাঁর মেসোর স্মৃতি স্মরন করে হেভেন শেল্টার হোমের আবাসিকদের দুপুরের খাবারের আয়োজন করেন। তাঁরা সবাইমিলে সেপ একসঙ্গে খাওয়াদাওয়া করেছেন । খাবারের তালিকায় ছিল: ফ্রায়েড রাইস, ছোলার ডাল,পাপড় ভাজা, আলুর দম, ডিমের কারি, চাটনি আর মিষ্টি।
এছাড়াও অনিতাদেবীর মাসি হেভেন শেল্টার হোমের জন্য জন্য প্রয়োজনীয় ব্লিচিং পাউডার, ফিনাইল, ডিটারজেন্ট পাউডার, হার্পিক, সাবান, নারিকেল তেল, টুথপেস্ট সব নিয়েছেন। এর বাইরে আশ্বাসের সদস্যা শুভ্রা দেব হেভেনের আবাসিকদের জন্য আলাদা করে নিয়েছেন বিস্কুট, ল্যাকটোজ ফ্রি আমুল মিল্ক। সদস্যা পারুল রায় সবার জন্য নিয়ে যান চকোলেট।আশ্বাসের আর এক সদস্য বিদুর রায়ের স্ত্রী কিছু আর্থিক সহায়তা তুলে দেন সাজু তালুকদারের হাতে।
আশ্বাসের মানবিক ও সামাজিক কাজের অঙ্গ হিসেবে দ্বিতীয় আয়োজন ছিল চা বাগান এলাকার পঞ্চাশ জন ছাত্র ছাত্রীকে ছাতা, খাতা, কলম, টফি, মাঞ্চ চকোলেট, একটি করে বিস্কুট এবং ফ্রুটির প্যাকেট প্রদান অনুষ্ঠান। সাজু তালুকদারের সুন্দর ব্যবস্থাপনায় এই কাজটিও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। এই ছেলেমেয়েরা স্বাভাবিক জীবন যাপন করুক, পড়াশোনা করুক, ওরা সফল হোক আগামীতে এই শুভকামনা আন্তরিকভাবে করা হয় আশ্বাসের তরফে। আশ্বাসের সদস্যা ছায়া ভট্টাচার্য নিয়ে গিয়েছিলেন শিশুদের জন্য বিস্কুটের প্যাকেট, সদস্যা আরতী সরকার সবার জন্য চকোলেট নিয়ে উপস্থিত হয়েছিলেন , সদস্যা অর্চনা দত্ত শিশুদের জন্য মাঞ্চ চকোলেট নিয়ে উপস্থিত হয়েছিলেন। আশ্বাসের তরফে বলা হয়েছে,
আপনারাও আপনাদের সাধ্যমত আপনাদের আশেপাশের অসহায় মানুষের পাশে থাকুন, এগিয়ে আসুন ওদের জন্য।
আপনারা চাইলে আশ্বাস সংস্থাকেও আর্থিক সহায়তা করে হতে পারেন আশ্বাসের সাথী। #আশ্বাস এর ব্যাঙ্ক ডিটেইলস দেওয়া থাকল।
SBI A/C NO
39861368089
IFSC : SBINO000095

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —