
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়িতো বটেই গোটা রাজ্যের ঐতিহ্যমন্ডিত এবং ঐতিহাসিক দুর্গা পুজোগুলোর একটি বড় তালিকা তৈরি করতে বসলে শিলিগুড়ির আনন্দময়ী কালিবাড়ির নাম চলে আসবে।কারন প্রথমত এই কালিবাড়িটি চারনকবি মুকুন্দ দাসের স্মৃতি বিজড়িত কালিবাড়ি।এই কালিবাড়ি তৈরির সময় পরাধীন ভারতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন চারন কবি মুকুন্দ দাস। তিনি পরাধীন ভারতে শিলিগুড়ি ডি আই ফান্ড হাট এলাকায় চারন গান করতে আসতেন।পুরনো দিনের মানুষেরা বলেন,ব্রিটিশ ভারতে ইংরেজ হটানোর জন্য পরোক্ষভাবে একরকম তালিম দেওয়া হোত এই কালিবাড়ির আড়ালে। সেই কালিবাড়ির দুর্গা পুজো শিলিগুড়ির প্রাচীন পুজোগুলোর মধ্যে একটি। সেই পুজোর বিশেষত্ব হলো নিষ্ঠা ও ভক্তি। মহাষ্টমীর অঞ্জলি দিতে এই কালিবাড়িতে দুর্গা পুজোর সময় ভিড় করেন দূর দূরান্তের মানুষ। নিষ্ঠার পুজোর সঙ্গে সেখানে প্রসাদ বিতরন হয় বহু মানুষের মধ্যে । অষ্টমীর অঞ্জলি দেওয়া থেকে শুরু করে প্রসাদ গ্রহনের জন্য ভক্তরা এই কালিবাড়িতে ভিড় করেন। রথ যাত্রার দিন তিথি মেনে মন্দির চত্বরে কাঠামো পুজো হয়, তারপর শুরু হয় প্রতিমা তৈরির কাজ।তবে কালিবাড়ি সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস জানাচ্ছেন, শীঘ্রই এই কালিবাড়িতে স্থায়ী দুর্গা মূর্তি বসতে চলছে। আগামী বাসন্তী পুজোতেই স্থায়ী মূর্তিতে শুরু হয়েছে যাবে পুজো। এই স্থায়ী মূর্তি বা বিগ্রহে পুজো শুরু হলে এই মন্দিরের আকর্ষণ এবং গুরুত্ব সকলের মধ্যে আরও বেড়ে যাবে তাতো বলাই বাহুল্য। ভাস্করবাবু জানিয়েছেন, তাঁরা পরিবেশের কথা চিন্তা করে মন্দির চত্বরে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার নিষিদ্ধ করেছেন।পুজোর সময়ও সেই নিয়ম কঠোরভাবে মেনে চলা হবে।পুজোর জন্য সকলকে মন্দিরে আমন্ত্রণ জানিয়েছেন ভাস্করবাবুরা।দূরদূরান্তের বহু মানুষ সেই পুজো দেখতে ভিড় জমান। পুজো ছাড়াও সারা বছর ধরেই ঈশ্বর সেবার ব্রত থেকে মানুষের সেবায় নানারকম কর্মসূচি চালিয়ে যাচ্ছে এই কালিবাড়ি সমিতি। এরমধ্যে রক্তদান শিবির যেমন আছে তেমনই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, ওষুধ বিতরন,দুঃস্থ ছাত্রছাত্রীদের বিনামূল্যে কোচিং ক্লাস,বস্ত্র ও খাদ্য বিতরণ। সবমিলিয়ে পরাধীন ভারত থেকে আজকের স্বাধীন ভারতে দেশ ও সমাজসেবার ব্রতে একটি উজ্জ্বল নক্ষত্রের মতোই নাম হয়ে রয়েছে আনন্দময়ী কালিবাড়ির। সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস ছাড়াও সভাপতি মৃনাল কান্তি চৌধুরী, কোষাধ্যক্ষ অশোক ঘোষ,সাংস্কৃতিক সম্পাদক অলোক বসু সহ অন্যরা জানান,পুজোর মধ্যে এবারও তাঁরা দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করবেন।রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডও।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-
