কোচবিহারে শুরু হতে চলেছে ঐতিহাসিক রাস উৎসব

নিজস্ব প্রতিবেদন ঃ কোচবিহারে রাজ আমলের রাজাদের হাত দিয়েই শুরু হয়েছিল ঐতিহাসিক রাস উৎসব।রাস উৎসব উপলক্ষে বিরাট মেলা বসে কোচবিহারে। আর সেই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশ থেকেও অনেকে অংশ নিতে আসেন।এবারে কোচবিহারে ঐতিহাসিক রাসমেলা ২১১ তম হতে চলেছে।
২৬ শে নভেম্বর রাতে মদনমোহন মন্দিরে জেলা শাসকের হাত দিয়ে এই রাস উৎসবের শুভ উদ্বোধন হতে চলেছে। এখন জোর কদমে তার প্রস্তুতি চলছে।সাজানো হচ্ছে মন্দির এবং রাস চক্রের কাজ।
এবছর রাস উৎসব হবে ২০ দিন। বিভিন্ন জেলা এবং বিভিন্ন রাজ্য থেকে মদনমোহন মন্দিরে রাস উৎসব দেখতে আসেন মানুষেরা।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—