সাদ ফুল কিভাবে রঙিন হবে, মহিলাদের স্বনির্ভর করতে কর্মশালা

নিজস্ব প্রতিবেদন ঃ মহিলারা যত স্বনির্ভর হবেন ততই সমাজের মঙ্গল। আর সেকথা চিন্তা করেই মহিলাদের স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনলিজি বিভাগ।সাদা ফুল কিভাবে রঙিন হবে তা নিয়ে অনুষ্ঠিত হলো এক কর্মশালা। শুক্রবার শিলিগুড়িসহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসা মহিলাদের নিয়ে ওই কর্মশালা অনুষ্ঠিত হলো। সাদা গোলাপ, রজনীগন্ধা এবং চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ধরনের ফুলকে কিভাবে কৃত্রিমভাবে রঙিন করা যাবে তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হলো সেই কর্মশালায় । শিবিরে ওই বিশেষ পদ্ধতি নিয়ে আলোচনা করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডঃ রনধির চৌধুরী। সেখানে ওই বিভাগের অন্যান্য অধ্যাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন । এই প্রশিক্ষণ নিয়ে মহিলারা খুব সহজেই বিভিন্ন ধরনের সাদা কিংবা হালকা রঙের ফুলগুলিকে কৃত্রিম উপায় রঙিন করে তা বাজারে বিক্রি করে স্বনির্ভর হতে পারবেন বলে আশা করেন উদ্যোক্তারা।