করোনা ঠেকাতে কোচবিহারে সচেতনতার বুদ্ধিতে টোটো চালক

নিজস্ব সংবাদদাতাঃ করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করার অন্যতম মূল হাতিয়ার হলো সামাজিক দূরত্ব। আপনি পায়ে হেঁটে বা বড় কোন যাত্রীবাহী গাড়িতে চলাফেরা করলে সামাজিক দূরত্ব বজায় রাখা অনেকটাই সফল হলেও ব্যাটারি চালিত ই রিক্সার ক্ষেত্রে তা সম্ভব হয়ে ওঠেনা। এই কারণে এখন বেশিরভাগ সচেতন মানুষ এড়িয়ে চলছেন ই রিক্সা। তবে কোচবিহারের এক টোটো চালক নজির গড়লেন নিজের সামান্য বুদ্ধি ব্যবহার করে।

জেলা প্রশাসনের নির্দেশ মেনে নিজের ই রিক্সার দুই সিটের মাঝ বরাবর পার্টিশন করে দেন তিনি। এতে করে দুজন যাত্রীর মাঝে কোন সংযোগ স্থাপন সম্ভব নয়। আর তাতে যাত্রীরা অনেকটাই নিরাপদে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবেন। এই বিষয়ে জেলার ডিএসপি ট্রাফিক চন্দন দাস বলেন,এই ব্যক্তি খুব ভালো কাজ করেছেন। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করবো যে সকল টোটো চালক ভাইয়েরা আছেন তারা যাতে এইভাবে একটি বোর্ড লাগিয়ে দেন তাহলে তাদের যেমন রুজি-রোজগার বন্ধ হবে না তেমনই যে সকল যাত্রী উঠবে তারাও অনেকটাই নিরাপত্তায় থাকবে। পাশাপাশি চার জনের বেশি লোক নিতেও পারবেনা।