খবরের ঘন্টার নিবেদন– খালি পেটে হয় না ধর্ম

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ চোখের সামনে মানুষ অনাহারে মরবে,ব্যাধি-জরা মহামারীতে উজাড় হয়ে যাবে, আর দেশের মানুষ চোখ বুঁজে ভগবান, ভগবান করবে — এমন ভগবৎ প্রেম আমার নেই, আমার ভগবান আছে মাটির পৃথিবীতে। স্বর্গ চাই না, মোক্ষ চাই না,বারে বারে ফিরে আসি এই মর্ত্য বাংলায় — এই কথাগুলো বলে গিয়েছিলেন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ,২৬ সেপ্টেম্বর, বুধবার এই মহামনিষীর জন্মদিন। তার প্রতি প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে খবরের ঘন্টা নিবেদন করছে খালি পেটে হয় না ধর্ম। শিলিগুড়িতে পাঁচ টাকায় ডালভাতসব্জি খাওয়ানো শুরু করেছে লায়ন্স ক্লাব অফ গ্রেটার। তাদের এই প্রকল্পের নাম জনআহার। বহু গরিব মানুষ এই পাঁচ টাকায় ডাল ভাত নিয়ে তাদের পেটকে শান্তি দিচ্ছে। প্রকল্পের চেয়ারম্যান লায়ন সুরেশ সিনহল জানিয়েছেন, আপাতত একবছরতো চলবেই এই প্রকল্প। আর এই জনআহার নিয়ে গান লিখেছেন খবরের ঘন্টার সম্পাদক।সে গানে সুর দিয়েছেন পত্রিকার সহ সম্পাদিকা শিল্পী পালিত ওরফে বীণাপাণি। যন্ত্র সঙ্গীতে তাকে চাঙ্গা করেছেন সুপ্রিয় ব্যানার্জী। অডিও এডিটিংয়ে আছেন দেবাশিস রায় আর ভিডিও এডিটিংয়ে আছেন বিকি সাহা।নিচের লিঙ্কে ক্লিক করে চলুন শুনি নিই গানটি।