খবরের ঘন্টার গানের প্রশংসায় পদ্মশ্রী করিমুল হক

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ পদ্মশ্রী করিমুল হক শিলিগুড়িতে এক অনুষ্ঠানে এসে খবরের ঘণ্টার উদ্যোগে তৈরি হওয়া বিভিন্ন সামাজিক সচেতনতামূলক গানের প্রশংসা করলেন। তিনি পত্রিকার সম্পাদকের কাছে ওই সব গান হিন্দি সহ অন্যান্য ভাষায় অনুবাদ করে গোটা দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার আবেদন জানালেন। একই সঙ্গে বললেন, এইসব গান সমাজ ও দেশের জন্য খুবই দরকার। এর পাশাপাশি খবরের ঘন্টার বড়দিন সংখ্যা হাতে পেয়ে তিনি তারও তারিফ করলেন। বললেন, একদিকে পত্রিকায় বিভিন্ন লেখা অন্যদিকে খবর ও গান, দারুন বিষয়। মঙ্গলবার ২৬ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে তিনি শিলিগুড়ি প্রধাননগর এর এক অনুষ্ঠানে আসেন । সেখানেই খবরের ঘন্টার ওই সব গানের তিনি তারিফ করেন। এর আগে পত্রিকার সম্পাদক তার কাছে হোয়াটসঅ্যাপে ওইসব গান পাঠান। সেসব গান শুনে তিনি শিলিগুড়ি এসে তার প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এসব গান শুনে আমার খুবই ভালো লেগেছে। এসব গান আরো তৈরি করে ধারাবাহিকভাবে প্রচার করার জন্য তিনি আবেদন জানা। প্রসঙ্গত গত এক বছরেরও বেশি সময় ধরে খবরের ঘন্টার সম্পাদক সামাজিক সচেতনতার অনেক গান লিখেছেন। যেমন ডেঙ্গু সচেতনতা, বৃক্ষরোপণ, সুলভ শৌচালয় নির্মাণ, কন্যা ভ্রুণ হত্যা, নারী ও শিশু পাচার, মাতৃদুগ্ধ পান, প্লাস্টিক ক্যারিব্যাগ দূষণ প্রভৃতি। সেসব গানে সুর দিয়েছেন পত্রিকার সহসম্পাদিকা শিল্পী পালিত। ইতিমধ্যে খবরের ঘন্টার ওয়েবপোর্টাল এবং ইউটিউবে সেসব গান আপলোড করা হয়েছে। আর তা খবরের ঘন্টার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং খবরের ঘন্টার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। বিভিন্ন মানুষ তা শুনে তারিফ করেছেন। এবার পদ্মশ্রী করিমুল হক সেসবের প্রশংসায় পঞ্চমুখ হলেন। দেশের গর্ব পদ্মশ্রী করিমুল হক খবরের ঘন্টার গান নিয়ে ঠিক কি বলেছেন, আসুন নিচের লিঙ্কে ক্লিক করে, শুনে নিই।