চারনকবি মুকুন্দ দাস স্মরনে রক্তদান শিবির আনন্দময়ী কালিবাড়ি চত্বরে

নিজস্ব প্রতিবেদন ঃ চারনকবি মুকুন্দ দাসকে স্মরণ করে রবিবার শিলিগুড়ির ঐতিহ্যমন্ডিত আনন্দময়ী কালিবাড়ি চত্বরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় ওই শিবির অনুষ্ঠিত হয়। আনন্দময়ী কালিবাড়ি সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস জানিয়েছেন, সারা বছর ধরেই মানুষের সেবায় বিভিন্ন কাজ করে চলেছে আনন্দময়ী কালিবাড়ি। এই কালিবাড়ি স্থাপনে পরাধীন ভারতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন চারন কবি মুকুন্দ দাস।ক’দিন আগেই মুকুন্দ দাসের জন্মদিন পার হয়েছে। তাই তাঁকে স্মরন করে এদিন রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অপরদিকে শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তধারা ফাউন্ডেশনের কর্নধার কাবেরি চন্দ সরকার এবং অন্য মহিলারাও এদিন সেখানে রক্ত দান করেন। মুমুর্ষ মানুষের সেবায় মায়ের মন্দিরে তাঁরা ওই রক্তদান শিবিরে অংশ নেন বলে কাবেরিদেবী জানিয়েছেন।