
নিজস্ব প্রতিবেদন:কোচবিহারের সেনাপতি ছিলেন বীর চিলারায়। চিলা রায় ওরফে শুক্লোধজের ৫১৪তম জন্মদিনে পালিত হলো কোচবিহারে। শনিবার সকালে কোচবিহার বাবুরহাট আসাম কোচবিহার প্রবেশদ্বারে অবস্থিত নব্য নির্মিত চিলা রায়ের মূর্তিতে মাল্যদান করে দিনটি সূচনা করে কোচবিহার জেলা প্রশাসন।সেখানে উপস্থিত ছিলেন কোচবিহারের মহকুমা শাসক, কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, জেলা এসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি পরেশ চন্দ্র বর্মন সহ অন্যান্যরা। পার্থ প্রতিম রায় বলেন, গোটা বিশ্বে সময়ের যত বীর যোদ্ধা ছিল তার মধ্যে চিলারায় তৃতীয় স্থানে রয়েছেন। তিনি চিলের মত দৃষ্টি নিয়ে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তেন, তাই তার নাম হয়েছে চিলারায়। পরবর্তীতে তারই যুদ্ধনীতি অবলম্বন করেছিলেন ভারতের শ্রেষ্ঠ যোদ্ধা বীর শিবাজী মহারাজ। অপরদিকে রবীন্দ্রনাথ ঘোষ রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন, চিলা রায়ের যুদ্ধ কৌশল গরিমা এবং তার ঐতিহ্য পাঠ্যপুস্তকের অর্ন্তভুক্ত হলে ছাত্রছাত্রীরা তার সম্পর্কে অনেকটাই জানতে পারে। এই মর্মে তিনি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। কথিত আছে ভুটানের আক্রমণ থেকে কোচবিহার রাজ্যকে রক্ষা করেছিলেন চিলা রায়। সুতরাং তার ইতিহাস যথেষ্ট গুরুত্বপূর্ণ।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :