সাধারণ ক্রেতাদের জন্য কাঁটা-বাটখারা পুনর্নবীকরন

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ সাধারণ মানুষকে সবসময় বাজারে শাকসব্জি,মাছ, মুদিখানার জিনিসপত্র কিনতে যেতে হয়। কিন্তু অনেক সময় তাদেরকে ওজনে কম দেওয়ার অভিযোগ ওঠে। আর এই ওজনে কারচুপি ঠেকাতে সাধারণ ক্রেতাদের স্বার্থে রাজ্যের আইনি ওজন পরিমাপন বিভাগ বিভিন্ন সময় কাঁটা-বাটখারা নবীকরন শিবির আয়োজন করে। শিলিগুড়িতে হায়দরপাড়া এলাকাতে এরকমই একটি শিবির বুধবার এবং বৃহস্পতিবার অনুষ্ঠিত হল।

হায়দরপাড়া স্পোর্টিং ক্লাব চত্বরে আয়োজিত ওই শিবিরের জন্য সহায়তা করে হায়দরপাড়া ব্যবসায়ী সমিতি। এলাকাটি জলপাইগুড়ি জেলার মধ্যে পড়ে। ব্যবসায়ীদেরকে তাদের কাঁটা বাটখারা পুনর্নবীকরনের জন্য জলপাইগুড়ি যেতে হলে অনেক হয়রানির শিকার হতে হয়। তাই খুব সহজে শিবিরের মাধ্যমে পুনর্নবীকরনের ব্যবস্থা। ব্যবসায়ী সমিতির কর্মকর্তা নির্মল কুমার পাল জানিয়েছেন, দুদিনে দুশোর বেশি ব্যবসায়ী কাঁটা বাটখারা পুনর্নবীীকরন করিয়েছেন। এছাড়া এখন অনেক আধুনিক ইলেকট্রনিক মেশিন চলে এসেছে ওজন করার জন্য। তারও নবীকরন হয়েছে। এরজন্য অনলাইনে সব পেমেন্ট হয়েছে। সরকারের ঘরেও অনেক টাকা রাজস্ব জমা পড়েছে এর মাধ্যমে।