পরাজিত প্রার্থীদের সঙ্গে দেখা করে ইতিবাচক সৌজন্যমূলক রাজনৈতিক বার্তা মেয়রের

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি পুর সভার নির্বাচন ক’দিন আগেই শেষ হয়েছিল। ভোটের সময় এক দলের প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে প্রচার করেছে। কিন্তু ভোটের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে লড়াই বজায় রাখা সৌজন্যমূলক রাজনীতির পরিচয় বহন করে না।তাই শিলিগুড়ির মেয়র তথা ৩৩ নম্বর ওয়ার্ডের বিজয়ী তৃনমুল প্রার্থী গৌতম দেব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে দেখা করে সুস্থ রাজনৈতিক সংস্কৃতির নির্দশন তৈরি করলেন। ৩৩ নম্বর ওয়ার্ডে এবার গৌতমবাবুর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নিরঞ্জন আচার্য্য ।রবিবার তাঁর বাসভবনে সৌজন্যমূলক সাক্ষাত্কার করতে কিছুক্ষণ উপস্থিত হন গৌতমবাবু।
আবার শিলিগুড়ি পুর সভার নির্বাচনে ৩৩ নম্বর ওয়ার্ডেই গৌতমবাবুর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিজন সরকার । তাঁর বাসভবনে রবিবার সৌজন্যমূলক সাক্ষাত্কার করতে কিছুক্ষণের জন্য উপস্থিত হন মেয়র গৌতম দেব।একইসঙ্গে শিলিগুড়ি পুর সভার নির্বাচনে ৩৩ নম্বর ওয়ার্ডেই গৌতমবাবুর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন পরিমল সূত্রধর । তাঁর সঙ্গেও রবিবার দেখা করে সৌজন্যমূলক সাক্ষাত্কারের অন্যরকম দৃষ্টান্ত তৈরি করেন গৌতমবাবু। ৩৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অসীম সাহার সঙ্গেও দেখা করে কথাবার্তা বলেন গৌতমবাবু।আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে দেখা করার এই কর্মসূচি ইতিবাচক রাজনৈতিক বার্তা তৈরি করে বলেই অভিমত অনেকের।