মানুষের জীবনে সবচেয়ে বড় ভয় বা সমস্যা হলো মৃত্যু কিন্তু উপায়?

নিজস্ব প্রতিবেদনঃ জন্ম থেকে জরা,ব্যাধি,মৃত্যুর এই ভবসাগর পার হওয়ার জন্য মানব সমাজকে শ্রীকৃষ্ণ প্রেম বা হরি নাম সঙ্কীর্তনে মেতে ওঠার আহ্বান জানিয়েছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু।মানুষের জীবনের সবচেয়ে বড় ভয় বা সমস্যা হলো মৃত্যু। এই মৃত্যুকে বুঝতে হলে আত্মাকে জানতে হবে। যন্ত্র দিয়ে আত্মাকে জানা যায় না। সূক্ষ্মতম কনা হলো অনু পরমাণু তারমধ্যে আবার ইলেকট্রন প্রোটন রয়েছে, সেগুলো আমরা খালি চোখে দেখতে পারিনা। কিন্তু সেসবের উপস্থিতি বুঝতে পারছি। আত্মাও অনেকটা তাই। শরীরের মধ্যে আত্মা আছে তাঁকে আমরা দেখতে পাইনা।কিন্তু তার উপস্থিতি উপলব্ধি করা যায়।এরজন্য ঈশ্বর বা ভগবৎ প্রেম প্রয়োজন। ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক উপায় আছে।ঈশ্বর ব্রহ্মস্বরুপ,তা জানতে জ্ঞান প্রয়োজন। আবার ঈশ্বর পরমাত্মা স্বরুপ,তা জানতে যোগসাধনা প্রয়োজন।কিন্তু ঈশ্বর আবার সচ্চিদানন্দ স্বরুপ,তাঁকে জানতে বা তার সঙ্গে সংযোগ করতে একমাত্র সহজ সরল উপায় হলো ভক্তি যোগ।শ্রীচৈতন্য মহাপ্রভু সেই বার্তা আমাদের দিয়ে গিয়েছেন।শ্রীচৈতন্য মহাপ্রভু হলেন ভগবান শ্রীকৃষ্ণের অবতার আসছে দোল পূর্নিমায় তাঁর আবির্ভাব দিবস। সেই পুণ্য তিথিকে সামনে রেখে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠের মঠাধ্যক্ষ ত্রিদন্ডিস্বামী শ্রীভক্তি নিলয় জনার্দন মহারাজ এইসব খবর জানিয়ে বলেছেন,৬ মার্চ সোমবার থেকে ৮ মার্চ বুধবার পর্যন্ত তাঁরা বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠান আয়োজন করেছেন।সোমবার ৬ মার্চ বিকেল তিনটায় তাঁরা রথের মাধ্যমে বিরাট সঙ্কীর্তন শোভাযাত্রা বের করবেন। সন্ধায় মহাপ্রভুর আবির্ভাব উৎসবের অধিবাস এবং শ্রী শ্রী ভাগবত কথা হবে। এভাবে ৮ মার্চ পর্যন্ত ধর্মসভা, মানুষ কিভাবে শান্তিতে থাকবে,শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ সব অনুষ্ঠান হবে। তারসঙ্গে প্রসাদ বিতরণ কর্মসূচিও রয়েছে।