ছেলেমেয়েরা কিভাবে দেবত্বের পর্যায়ে উন্নীত হতে পারে, প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদন ঃ  ছেলেমেয়েরা নিজেদের ভিতরকার মনুষ্যত্বের জাগরন ঘটিয়ে কিভাবে দেবত্বের পর্যায়ে নিজেদের উন্নীত করতে পারে তার এক গুরুত্বপূর্ন আলোচনা এবং প্রশিক্ষণ শিবির শিলিগুড়ি শহরে শুরু হয়েছে। হায়দারপাড়া বুদ্ধ ভারতী হাইস্কুলে বিকেল চারটের পর উপস্থিত হলেই এখন দেখবেন অন্যরকম এক সৎ পরিবেশ।

মানুষ চাই, মানুষ। সত্যিকারের ভালো মানুষ হতে হবে বলে বারবার যুব সমাজের কাছে আবেদন রেখে গিয়েছেন স্বামীজি। স্বামীজি চেয়েছিলেন এমন সব মানুষ যাঁরা ভালো মানুষ হওয়ার সঙ্গে সঙ্গে দেশ ও সমাজের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবে। আর যুব সমাজের মধ্যে ঠিক এইরকম সুনাগরিক গড়ার লক্ষ্যে অখিল ভারতীয় বিবেকানন্দ যুব মহামন্ডল আয়োজিত উত্তরবঙ্গ আঞ্চলিক যুব প্রশিক্ষণ শিবির শনিবার ২৭শে মে শুরু হলো শিলিগুড়ি হায়দরপাড়ার বুদ্ধ ভারতী হাইস্কুলে। বহু যুবক সেখানে সেই শিবিরে যোগ দিয়েছে। ৩০ শে মঙ্গলবার পর্যন্ত সেই শিবির চলবে।সাহুডাঙি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী নরেশানন্দজী এদিন বিকালে সেই শিবির উদ্বোধন করেন। অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডলের উত্তরবঙ্গ পরিচালন সমিতির সম্পাদক রেবতী মোহন সরকার সহ আরও অনেকে সেখানে বক্তব্য রাখেন। আয়োজকদের তরফে সমীর কুমার দাশগুপ্ত জানিয়েছেন, শরীর চর্চা, মনঃসংযোগ, জীবন গড়া,চরিত্র গঠন,নেতৃত্বের আদর্শ ও গুণাবলী, সমাজসেবা নিয়ে শিবিরে আলোচনা হচ্ছে এবং জীবনে এসবের ব্যবহারিক পদ্ধতি শেখানো হচ্ছে। প্রশিক্ষণের সঙ্গে প্রশ্নোত্তর চলছে। বিকেল চারটে ত্রিশ মিনিট থেকে রাত আটটা ৪৫ মিনিট পর্যন্ত শিবির সর্বসাধারণের জন্য খোলা থাকছে। শিবিরে স্বামী বিবেকানন্দের ওপর নানা আলোচনা শুরু হয়েছে, স্বামীজির ওপর শুধু আলোচনা নয়— ছেলেমেয়েরা তাদের ভিতরকার মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে কিভাবে দেবত্বের পর্যায়ে উন্নীত হতে পারে তা নিয়েও শিক্ষা দেওয়া হচ্ছে। অন্ধকারের এই সময়ে এই ধরনের শিবির যুব সমাজের মধ্যে এক আলোর দিক নির্দেশ বলা যেতে পারে। রবিবার সেখানে আলোচ্য বিষয়,যুব সমাজ ও বিবেকানন্দ। বিশিষ্ট ভজন শিল্পী স্বামী জীবনানন্দ মহারাজ সেখানে স্বামীজির ওপর সঙ্গীত পরিবেশন করবেন রবিবার বিকালে।২৯শে মে সেখানে আলোচ্য বিষয়, স্বাধীনতা সংগ্রামে স্বামী বিবেকানন্দের অবদান। শিবিরে প্রদর্শনীর পাশাপাশি পুস্তক বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-