এরা সবাই দৃষ্টিহীন কিন্তু উচ্চ মাধ্যমিকে দারুণ রেজাল্ট

নিজস্ব প্রতিবেদন ঃ  চোখের দৃষ্টি ওদের নেই বটে।কিন্তু ওরা আপনার কণ্ঠ একবার শুনে রাখলে ভবিষ্যতে ওরা আপনাকে চিনে যাবে আপনার কন্ঠ শুনে। শব্দ শুনে, স্পর্শ করে ওরা নিজেদের অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পায়।পড়াশোনার জন্য ওদের ব্রেইল পদ্ধতিতো আছেই। ওরা আবারও বার্তা দিলো দৃষ্টি প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে জীবনে এগিয়ে যাওয়া যায়। শিলিগুড়ি শালুগাড়া স্থিত প্রেরনা শিক্ষামূলক প্রতিষ্ঠান এইসব দৃষ্টিহীনদের পাশে থেকে ওদের চোখ খুলে দিচ্ছে। জ্ঞানের অর্ন্তদৃষ্টি এবং স্বনির্ভরতার ভাবনা ওদের বাড়তি শক্তি এনে দিচ্ছে।
এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রেরণা থেকে ৩জন পাশ করেছে।এরা সবাই দৃষ্টিহীন— জুলি মুন্ডা পেয়েছে ৭৭ শতাংশ নম্বর , সুমনা রায় পেয়েছে ৭২ শতাংশ নম্বর শিলিগুড়ি আশ্রমপাড়ার রামকৃষ্ণ সারদামনি বিদ্যাপিঠ থেকে এরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল । ওদের মধ্যে শিবু বর্মন নামে আর একজন পাশ করেছে নীলনলিনী বিদ্যামন্দির থেকে। এরা ষষ্ঠ শ্রেনী পর্যন্ত প্রেরণাতে পড়াশোনা করার পর মেইনস্ট্রিম স্কুলে ভর্তি হয়। এরা সবাই প্রেরণাতে আবাসিক হিসাবেই থাকত। প্রেরনায় তাদের পড়াশোনার তালিম দেওয়া হতো। পৃথিবীর আলো না দেখতে না পারলেও প্রেরনার আলো ওদের জীবনে অন্যরকম সূর্যের আলো।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —