অভিনয় প্রতিভার জন্য পুরস্কৃত মনোজ

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়ি ঃঅভিনয় চর্চার বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কৃত হলেন শিলিগুড়ি শান্তিনগরের বাসিন্দা মনোজ ভট্টাচার্য। সম্প্রতি ওয়ার্ল্ড এইড অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস এর পক্ষ থেকে মনোজবাবুকে তার অভিনয় জীবনের বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কৃত করা হয়।
মনোজ ভট্টাচার্যের বয়স ৪২ বছর। ১৯৯১ সাল থেকে তিনি শুরু করেন নাট্যচর্চা। বিভিন্ন নাটকে অভিনয় করা ছাড়াও নিজের উদ্যোগে কয়েকটি সিনেমা তৈরি করেছেন। বাংলা সিনেমা পরিণতি তারই তৈরি। সিনেমার প্রযোজক, কাহিনী, চিত্রনাট্য, সংলাপ এবং অভিনয়ে রয়েছেন মনোজবাবু নিজে। হিন্দি সিনেমা ভুখে অভিনয় করেছেন তিনি। তাছাড়া বিভিন্ন সময় মহালয়ার আগে কখনো মহিষাসুর, কখনো আবার দশেরা রাবণের ভূমিকায় চমৎকার অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। শিলিগুড়ি কমার্স কলেজ থেকে একাউটেন্সিতে অনার্স নিয়ে তিনি এম কম পাশ করেছেন। তবে কলেজের প্রচুর ছাত্রছাত্রীকে ইংরেজি পড়িয়ে চলেছেন তিনি। দুঃস্থদের ক্ষেত্রে তিনি প্রাইভেট টিউশনির কোন ফি নেন না। সূর্যপুরী ভাষাতেও ছবি তৈরি করেছেন এই অভিনেতা। অশ্বিনী বিদ্যার্থীর মতন অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন। অভিনয় বা নাটক করাই তার নেশা। মনোজবাবু বলেন, উত্তরবঙ্গে অভিনয় বা শুটিংয়ের সুন্দর পরিবেশ রয়েছে। কিন্তু তার জন্য সরকারিভাবে বিরাট স্টুডিও বা পরিকাঠামো তৈরি হলে উত্তরবঙ্গের প্রতিভাবান ছেলেমেয়েদের অভিনয় প্রতিভা এগিয়ে নিয়ে যেতে সুবিধা হয়। অনেক প্রতিবন্ধকতার মধ্যেও উত্তরবঙ্গ থেকে অভিনয় বা স্থানীয় ভাষায় শর্ট ফিল্ম তৈরি করে অনেকেই এগিয়ে যেতে চাইছেন।মনোজ তাদেরই একজন।