নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়িঃ লকডাউনের মধ্যে রাস্তায় বেরিয়ে পুলিশের হাত থেকে বাচতে নদীত ঝাপ এক দল যুবকের।কোথাও আবার পুলিশের সামনে কান ধরে উঠবস করতে দেখা গেলো দুই যুবককে।
আজ রাজ্য সরকারের নির্দেশ মতো সাপ্তাহিক লকডাউন হয় গোটা রাজ্যে। জলপাইগুড়ি কোতয়ালী থানায় আইসি বিপুল সিনহা তার বিশেষ পুলিশ বাহিনীকে নিয়ে লকডাউনের জন্য জলপাইগুড়ি শহরে অভিযান চালান। গোটা শহরে সমস্ত দোকান পাট সব বন্ধ থাকলেপ রাস্তায় বেশ কিছু যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়।জলপাইগুড়ি নেতাপাড়া এলাকায় করলানদীর ধারে কিছু যুবককে আড্ডা মারতে দেখে পুলিশ যুবকদের সামনে যেতেই পুলিশকে দেখে করলা নদীতে ঝাপ দেয় যুবকরা। পুলিসের হাতথেকে বাচতে সাতার কেটে নদীর বিপরীত দিকে উঠে পালিয়ে যায় তারা।আবার কদমতলা মোড়ে দেখা যায় দুই মোটর বাইক আরোহীকে পুলিসের সামনে কানধরে উঠবস করতে। বিনাকারণে লকডাউনের মধ্যে রাস্তায় বেরনোয় পুলিশের পক্ষথেকে শাস্তি দেওয়া হলেও বিনাকারনে রাস্তায় বেরনোর প্রবনতা কমছেনা কিছু মানুষের মধ্যে।