নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃঃ গত বছর এই সময় দার্জিলিং পাহাড় ছিল অগ্নিগর্ভ। ফলে পুজোর ভ্রমন দার্জিলিং ও সিকিমে তলানিতে ঠেকেছিল। পর্যটন ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছিল।বছর ঘুরে আবার পুজো আসছে।এখন দার্জিলিং পাহাড় শান্ত।ফলে শুরু হয়ে গিয়েছে পুজোর বুকিং। শিলিগুড়িতে ভ্রমন ব্যবসায়ী বাপন মন্ডল জানাচ্ছেন, এবারে দার্জিলিং ভ্রমনের বুকিং এখনই তাদের কাছে ৮০ শতাংশে ঠেকেছে। তবে বেশি বুকিং শুরু হয়েছে সিকিম ঘিরে।পূর্ব সিকিমের লাচুং,লাচেন ছাড়া গুরুদোম্বারচক,ইয়ামথামভ্যালি,জুলুকে ভালো বুকিং শুরু হয়েছে।এসব স্থান নির্জন,অফবিট।আছে অনেক হোম স্টে। সেভেন স্টার,ফাইভ স্টার থেকে ৫০ শতাংশ কম খরচ হয় হোম স্টেতে থাকলে।তাছাড়া হোম স্টেতে ঘরোয়া পরিবেশে স্থানীয় সংস্কৃতি জেনে সুন্দরভাবে সময় কাটানো যায়।গুজরাট, মুম্বাই, চেন্নাই থেকে পর্যটকরা সিকিমে আসার জন্য বুকিং শুরু করেছেন।অন্যদিকে উত্তরবঙ্গ থেকে পর্যটকরা এবারে দীঘা,পুরী,আন্দামানের দিকে বেশি যাচ্ছেন পুজোর ছুটিতে।ভ্রমন ব্যবসায়ী বাপনবাবু আরও জানাচ্ছেন, যেসব বাইরের পর্যটক এবারে পুজোর সময় পাহাড়ে আসছেন তাদেরকে তারা বাংলার রস গোল্লার প্যাকেট উপহার হিসাবে দেবেন।এন জে পি স্টেশন বা বাগডোগরা বিমান বন্দরে নামলেই তারা পর্যটকদের হাতে রস গোল্লা উপহার হিসাবে দেবেন। তারা যখন পাহাড় ঘুরে ফিরে যাবেন তখন সকলের হাতে তারা দার্জিলিং চা এর প্যাকেট উপহার হিসাবে তুলে দেবেন।মহা ষষ্ঠী থেকে তাদের এই বিশেষ পুজো উপহার দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে বাপনবাবু জানিয়েছেন।