নিজস্ব প্রতিবেদন ঃ “উত্তরের সাহিত্য ও ভ্রমণ” দুই বাংলার তথা প্রতিবেশী রাজ্য আসাম ও ত্রিপুরার কবি ও সাহিত্যিকদের নিয়ে ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় মোড়ক উন্মোচন করতে চলছে “উত্তরের কথা ও কবিতা” বইমেলা সংকলন। আগামী ১১ই ফেব্রুয়ারি, ২০২৩ শনিবার তার উন্মোচন হবে । সংকলনটি কলকাতার প্রখ্যাত প্রকাশক “আনন্দ প্রকাশন” এর মাধ্যমে আইএসবিএন নম্বর যুক্ত হয়ে প্রকাশিত হবে। এই সংকলনটি যৌথ ভাবে সম্পাদনা করেছেন গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সম্পাদক উত্তম দত্ত এবং গোষ্ঠীর সভাপতি স্বপন কুমার দত্ত । ওই মঞ্চে গোষ্ঠীর সদস্যা ত্রিপুরা নিবাসী কবি ও শিক্ষিকা অসীমা দেবীর একক কবিতার সংকলন “আকাশ তোরণ” এর মোড়ক উন্মোচনও হতে চলেছে “উত্তরের সাহিত্য ও ভ্রমণ” গোষ্ঠীর পক্ষ থেকে।