বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিভাবান খেলোয়াড়দের জন্য লড়াই

নিজস্ব প্রতিবেদন ঃশহর থেকে গ্রামে অনেক বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। অথচ তাদের অনেক সমস্যা। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে এইসব খেলোয়াড়ে সাফল্য পেলেও সরকারিভাবে তাঁরা কোনো স্বীকৃতি বা সহায়তা পাচ্ছেন না। এদের অনেকেই আর্থিক কষ্টে আছেন, একটি চাকরি পেলে তাদের বিশেষ সুবিধা হয় কিন্তু কোনো ইতিবাচক পদক্ষেপ তাদের জন্য গ্রহণ করা হচ্ছিলো না। আর প্রতিভাবান এইসব বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য লড়াই করতে তৈরি হয়েছে নতুন সংগঠন প্লেয়ার্স ওয়েলফেয়ার এন্ড রিহ্যাব সোসাইটি। এই লড়াইয়ের মূলে রয়েছেন প্রখ্যাত টেবিল টেনিস প্রশিক্ষক ও সমাজসেবী ভারতী ঘোষ। তাঁর সঙ্গে এই লড়াইয়ে সামিল হয়েছেন বিশিষ্ট খেলোয়াড় দেবকুমার দে ওরফে কানু, সোমা দত্ত, আইনজীবী অমিত সরকার সহ আরও অনেকে। তাঁরা জানিয়েছেন, বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিভাবান খেলোয়াড়দের জন্য তাঁরা লড়াই চালাবেন আগামী দিনগুলোতে। এর পাশাপাশি অন্যান্য অনগ্রসর প্রতিভাবান খেলোয়াড়দের জন্যও তাঁরা লড়াই চালাবেন।