মুরলীগঞ্জ হাইস্কুলে আরও চারটে নতুন বাস চালু

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মহকুমার বিধান নগরের মুরলীগঞ্জ হাইস্কুলের কথা অনেকেরই জানা।সেই স্কুলে নতুন বছরে নতুন খবর।এতদিন সেই স্কুলে দুটি বাস ছিলো, সোমবার থেকে চালু হলো আরও চারটে বাস।সবমিলিয়ে সেই স্কুলের বাসের সংখ্যা দাঁড়াল ছটি।গ্রামের প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েরা স্কুলে আসার সময় সমস্যায় পড়তো,পর্যাপ্ত যানবাহন ছিলো না। এতগুলো বাস চালু হওয়ায় এবার থেকে সেই সমস্যা মিটতে চলেছে। সোমবার সেই সব বাসে ছাত্ররা স্কুলে এসে পৌঁছালে প্রধান শিক্ষক সামসুল আলম তাদেরকে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানান। সদিচ্ছা থাকলে একটি সরকারি স্কুলকে সুন্দরভাবে চালানো যায় আর তা দৃষ্টান্তমূলক হয়ে উঠতে পারে। সেদিক থেকে মুরলীগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম এক ব্যতিক্রমী নজির তৈরি করেছেন।স্কুলের নিজস্ব বাস চালু হওয়ায় স্কুলের ছাত্রছাত্রীরাও বেশ খুশি। প্রধান শিক্ষক সামসুল আলম নতুন নতুন চিন্তার মাধ্যমে স্কুলটিকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।