বিয়ের পিঁড়ি থেকেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন মাস্টারদা

নিজস্ব প্রতিবেদন ঃ দেশের স্বাধীনতা সংগ্রামে বহু বীর বিপ্লবীর বিরাট অবদান ছিলো। সেই সব বিপ্লবীদের মধ্যে অন্যতম একজন ছিলেন চট্টগ্রামের মাস্টারদা সূর্য সেন। মাস্টারদার নেতৃত্বে এমনভাবে ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলন দানা বেঁধেছিল যে ইংরেজ সরকারের ঘুম ছুটে গিয়েছিল। মাস্টারদা এমন একজন দেশপ্রেমিক ছিলেন যে বিয়ের পিঁড়ি থেকে সোজা একদিন ইংরেজ বিরোধী যুদ্ধে নেমেছিলেন।মাস্টারদা সদ্য বিয়ে সেরেছেন,তখনও বিয়ের পিঁড়িতে বসে,হঠাৎ তাঁর এক অনুগামী তাঁকে এসে খবর দেয় ইংরেজরা অমুক স্থানে আক্রমণ হানছে।একটা প্রতিরোধ গড়ে তোলা দরকার। মাস্টারদা তাঁর সদ্য বিবাহিত স্ত্রীকে বলেন,আমি ফিরে আসবো, আপাতত দেশের কাজ করে আসি।
নিজের স্বার্থ ত্যাগ করা এইরকম দেশপ্রেমিক বীর বিপ্লবীকে শ্রদ্ধা নিবেদন করছে শিলিগুড়ি মাস্টারদা স্মৃতি সংঘ। গত ১২ জানুয়ারি মাস্টারদার মৃত্যু দিবস ছিলো। সেদিন শিলিগুড়িতে মাস্টারদকে শ্রদ্ধা নিবেদন করা হয়।শিলিগুড়ি মাস্টারদা স্মৃতি সংঘের তরফে প্রদীপ চৌধুরী, মিহির সিংহ, রবি চৌধুরী, রাজু বড়ুয়া খবরের ঘন্টার দর্শকদের সামনে মেলে ধরেন মাস্টারদা সম্পর্কে