পূর্ব সিকিমে ব্যাপক তুষারপাত, ৩৭০ জন পর্যটককে বিপদ থেকে উদ্ধার করলো ভারতীয় সেনা বাহিনী

নিজস্ব প্রতিবেদন ঃ  পূর্ব সিকিমে প্রবল তুষারপাতের কারণে আটকে পড়া ৩৭০জন পর্যটককে উদ্ধার করলো সেনাবাহিনী।
গত ১১মার্চ বিকালে সিকিমে প্রচন্ড তুষারপাত হয়। তার ফলে প্রায় ১০০টি যানবাহন প্রায় ৪০০ পর্যটক সহ নাথুলা ও ছাঙ্গু লেক থেকে ফিরে এসে আটকে পড়েছিল। পুলিশ এবং প্রশাসনের সহযোগিতায় ভারতীয় সেনা বাহিনীর ত্রিশক্তি কর্পসের সেনা জওয়ানরা যুদ্ধকালীন তৎপরতায় কাজে নামেন। দুর্গতদের উদ্ধারে অভিযান অপারেশন হিমরাহাট শুরু করেন।১১ মার্চ গভীর রাত পর্যন্ত তাদের ত্রাণ তৎপরতা অব্যাহত ছিল। পর্যটকদের নিরাপদ এলাকায় নিয়ে গিয়ে আশ্রয় দেওয়ার সঙ্গে সঙ্গে গরম পোশাক, চিকিৎসা সহায়তা এবং গরম খাবার সরবরাহ করা হয়। সেনা জওয়ানরা ১৭৮ জন পুরুষ, ১৪২ জন মহিলা এবং ৫০ জন শিশু সহ ৩৬০ জন পর্যটকের থাকার জন্য আবাসনের ব্যবস্থা করে। সকালে রাস্তা খোলার জন্য গ্রেফের সাথে বিস্তারিত সমন্বয় করা হয়।১২ মার্চ সকালে গ্রেফের কর্মীরা ডোজারের সহায়তায় রাস্তা খোলার উদ্যোগ নেন। সকাল ৯টা নাগাদ, গ্যাংটকে যানবাহন চলাচলের জন্য রাস্তাটি পরিষ্কার করা হয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যে আটকে পড়া পর্যটকদের ত্রাণ ও স্বাচ্ছন্দ্য প্রদান করে সেনা জওয়ানরা। গ্যাংটকে যানবাহন চলাচল স্বাভাবিক করতে সেনা ও গ্রেফ তৎপরতার সঙ্গে কাজ করে । সিকিমের আটকে পড়া পর্যটক ও সাধারণ প্রশাসন সেনাবাহিনীর দেওয়া তাৎক্ষণিক ত্রাণের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ভারতীয় সেনাবাহিনী হিমালয়ের অতি উচ্চতম এলাকায় সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি পর্যটক এবং স্থানীয় জনগণকে সহায়তা প্রদানে সর্বদা সক্রিয় থাকে বলে এক বিবৃতিতে জানিয়েছেন সেনাবাহিনীর
লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত।