
- নিজস্ব প্রতিবেদন ঃ ক্যান্সার আক্রান্ত এক দু:স্থ রোগীর পরিবারের পাশে দাঁড়ালো আপনজন স্বেচ্ছাসেবী সংস্থা। জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝার, পাতকাটা কলোনির বাসিন্দা খেলন আচার্য দীর্ঘদিন ধরে জটিল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। এক ছেলে এবং মেয়েকে নিয়ে স্ত্রী টুম্পা আচার্য সাহায্যের আবেদন করেছিলন দিশারী নার্সিং ট্রেনিং সেন্টার তথা অক্সিজেন দম্পতি শান্তনু শর্মার কাছে। শান্তনুবাবু আপনজন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ওই পরিবারটির হাতে চাল, ডাল,তেল, নুন, আটা, সোয়াবিন বিস্কুট হরলিকস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়ালেন।
- বিস্তারিত ভিডিও দেখুন নিচের লিঙ্কে
- https://youtu.be/ZqdczCZcXzU