বাঘসহ অন্য বন্যপ্রানীদের ভালো রাখতে বরফের চাই,ওআর এস এবং এয়ার কুলার

নিজস্ব প্রতিবেদন ঃ  গরমে কাহিল অবস্থা বাঘেদের।তাই গরমের মধ্যে ওদের ভালো রাখতে খাঁচার সামনে দশটি এয়ার কুলার বসানো হয়েছে। শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে এখন বাঘ ছাড়াও ভাল্লুক সহ অন্য বন্য প্রাণীদের ভালো রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। বন্যপ্রাণীদের সুস্থ রাখতে দেওয়া হচ্ছে বরফের চাই, ওআরএস, এয়ার কুলার*।
*স্নানের জলে বরফের চাই পেয়ে সোমবার বেশ খেলায় মেতে ওঠে বাঘ ও ভাল্লুক*।
গরমে কোনভাবেই যাতে বন্যপ্রাণীরা অসুস্থ হয়ে না পড়ে তারজন্য নজরদারি রাখতে ২৪ ঘন্টা ডিউটিতে রয়েছে চিকিৎসকও। খাদ্য তালিকায়ও পরিবর্তন করা হয়েছে। বিকেল পাঁচটার পরিবর্তে সন্ধ্যা ছটায় তাদের দেওয়া হচ্ছে খাবার। জল বেশি করে দেওয়া হচ্ছে। জলের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে ওআরএস। স্নানের জল ঠান্ডা রাখতে বরফের টুকরো ফেলে রাখা হচ্ছে । নতুন করে দশটি এয়ার কুলার রাখা হয়েছে বাঘের খাঁচার সামনে।শিলিগুড়ি বেঙ্গল সাফারির ডিরেক্টর কমল কুমার সরকার এসব খবর জানিয়েছেন।

বিস্তারিত ভিডিও দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-