বিশেষভাবে সক্ষমদের অন্যরকম কবি প্রনাম কাওয়াখালিতে

নিজস্ব প্রতিবেদন ঃ হতে পারে ওরা বিশেষভাবে সক্ষম।কিন্তু ওদেরও রয়েছে প্রতিভা।কেও রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করলো,কেও রবীন্দ্র কবিতা আবৃত্তি করলো।উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল লাগোয়া কাওয়াখালির উত্তরনে এভাবেই নানা প্রতিভা মেলে ধরলো বিশেষভাবে সক্ষমরা। নর্থবেঙ্গল হ্যান্ডিক্যাপড রিহ্যাবিলিটেশন সোসাইটি বিশেষভাবে সক্ষমদের জন্য ওই স্কুল পরিচালনা করে। এর প্রধান পরিচালক বিশিষ্ট সমাজসেবী চন্দন ঘোষ। দৃষ্টি হীন থেকে শুরু করে অন্য বিশেষ চাহিদাসম্পন্নরা সেখানে পড়াশোনা করে। মঙ্গলবার সেখানে আয়োজিত রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে দীপ্তি ঘোষ,বন্দনা মন্ডল,সেবম্তী ঘোষ, দেবকুমার দে ওরফে কানু, দীপনারায়ন তালুকদার প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁরা সেখানে বক্তব্য রাখেন। রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র সঙ্গীত, আবৃত্তি মিলিয়ে সেখানকার পরিবেশ হয়ে ওঠে অন্যরকম।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-