বন মহোৎসবে শিলিগুড়ি, জলপাইগুড়ি

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি বাঘাযতীন পার্কে পালিত হল বনমহোৎসব ২০২১।শিলিগুড়ি বাঘাযতীন পার্কে বন বিভাগের পক্ষ থেকে এবং শিলিগুড়ি পুরো নিগমের সহযোগিতায় বনমহোৎসব পালন করা হলো। বনমহোৎসব এর মধ্যে দিয়ে বাঘাযতীন পার্কে প্রায় একশর বেশি চারা গাছ লাগানো হয়এবং শিলিগুড়ি প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেবের নিজস্ব উদ্যোগে একটি কাঠ বাদাম গাছ, একটি লটকা এবং দুটি পলাশ গাছও লাগানো হয়। শিলিগুড়ি শহরকে সবুজ করার উদ্দেশ্যে শিলিগুড়ি শহরের দশ হাজার গাছ লাগানো হবে এর মধ্যে বিভিন্ন ফল ফুলের গাছ লাগানো হবে বলে জানান গৌতম দেব। গৌতমবাবু বলেন,করোণা অতিমারীর কারণে শহরের মানুষ বুঝতে পেরেছে অক্সিজেনের কতটা প্রয়োজন, সেই কারণে শহরে আরো বেশি করে গাছ লাগাতে হবে। তিনি আরো বলেন করোনা অতিমারীর কারণে শিলিগুড়ি শহরে পুনরায় ফেরত এসেছে প্লাস্টিক ক্যারি ব্যাগ। বিভিন্ন বাজারে মানুষকে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করতে দেখা যাচ্ছে, এই প্লাস্টিক ক্যারিব্যাগকে সম্পূর্ণরূপে বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে শিলিগুড়ি পুর সভার পক্ষ থেকে। অতি শীঘ্রই এই নিয়ে ব্যবসায়ী এবং বিভিন্ন মার্কেট সমিতিকে নিয়ে বৈঠকে বসা হবে বলে তিনি জানান।
#বন_মহোৎসবে_জলপাইগুড়ি
নিজস্ব প্রতিবেদন ঃ রাজ্যের বিভিন্ন স্থানের সঙ্গে বন মহোৎসবে মাতল জলপাইগুড়িও। বন মহোৎসব উপলক্ষে জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাবের উদ্যোগে জলপাইগুড়ি গোসালা মোড় জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় বৃক্ষ রোপন করা হয়। অনেক মানুষের মধ্যে এনিয়ে উৎসাহ তৈরি হয়।