
নিজস্ব প্রতিবেদন ঃ রেল যাত্রীদের সুবিধার্থে মালদা টাউন স্টেশনের এক নম্বর প্লাটফর্মে লিফট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ইস্ট্যার্ন রেলওয়ের মালদা ডিভিশন । যাত্রীদের সুবিধার্থে ইতিমধ্যেই ফুটওভার ব্রিজ এর এক নম্বর প্ল্যাটফর্মের কাজ দ্রুতগতিতে শুরু হয়েছে। ডিসেম্বরেই এই ফুটওভার ব্রিজ শুরু হয়ে যাবে। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে রেলওয়ে পার্ক নতুনভাবে সাজানো হচ্ছে। শিশুদের খেলার সরঞ্জাম থেকে বসার জায়গা , নতুন বেশ কিছু গাছ লাগানো হচ্ছে। আগামী ডিসেম্বর মাসেই নতুন রূপে সেজে উঠবে মালদা রেলওয়ে পার্ক।এমনই কথা জানালেন মালদা রেলওয়ে ডিভিশন এর ডিআরএম যতীন্দ্র কুমার।
