
নিজস্ব প্রতিবেদন ঃ করোনায় যাঁরা মারা গিয়েছেন তাদের মধ্যে থেকে দুঃস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর প্রয়াস নিলো স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশন। করোনায় প্রয়াতদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে সোমবার পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। সংস্থার কর্মকর্তা তথা বিশিষ্ট সমাজসেবী তরুণ মাইতি জানিয়েছেন, আপাতত ৩৫টি পরিবারকে তাঁরা বারো মাস ধরে বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেবেন।শিলিগুড়ি শহর ছাড়াও মাটিগাড়া, নকশালবাড়ি,ফাঁসি দেওয়া, খড়িবাড়ির দুঃস্থ পরিবার রয়েছে এরমধ্যে। একইসঙ্গে স্বনির্ভরতার জন্য কিছু পরিবারকে তাঁরা এককালীন কুড়ি হাজার টাকা প্রদান করে স্বনির্ভরতার প্রশিক্ষন দেবেন। সোমবার বাগডোগরায় অনুষ্ঠিত ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশনের ওই অনুষ্ঠানে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজের ডিন ডাঃ সন্দীপ সেনগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
