এবারে নিয়ম রক্ষার পুজো করবে এনজেপি সেন্ট্রাল কলোনি দুর্গা পুজো কমিটি

নিজস্ব সংবাদদাতা ঃ আর মাত্র হাতে গোনা কয়েক মাস, ফের রাজ্য জুড়ে পালিত হবে বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব। তবে এবার রাজ্যের সমস্ত বিগ বাজেটের পুজা মন্ডপগুলো একপ্রকার তাদের বাজেট কমিয়ে ছোট করেই পুজা সারবেন। তারই ইঙ্গিত দিয়েছে শিলিগুড়ি সেন্ট্রাল কলোনী দূর্গা পূজা কমিটি।

প্রত্যেক বছর বিভিন্ন আকর্ষণীয় পূজামণ্ডপ উপহার দিয়ে থাকেন এনজেপি সেন্ট্রাল কলোনি দুর্গা পুজোর উদ্যোক্তারা।তবে এবার বিশ্বজুড়ে যেভাবে করোনার প্রভাব পড়েছে, তার কথা বিবেচনা করে এবার নমো নমো করে পূজা সারতে চাইছেন তারা। এবার তাদের ৫৮ তম বর্ষ। করোনা আবহের আগে তাঁরা ভেবেছিলেন, এবারও শিলিগুড়ি তথা রাজ্যবাসীকে আরো একবার আকর্ষণীয় পূজামণ্ডপ উপহার দিবেন, যেখানে লক্ষাধিক মানুষের জনসমাগম হবে। কিন্তু সবই এখন বিশবাঁও জলে। তবে বুধবার নিয়ম করেই ঢাকঢোল বাজিয়ে অনুষ্ঠিত হলো তাদের খুঁটিপুজো। বিষন্নতার মধ্য দিয়ে উদ্যোক্তারা জানান, করোনার প্রভাব যাতে বেড়ে না যায় সেই দিক বিবেচনা করে তারা এ বছর পূজা বাজেট কমিয়ে দিয়েছেন। শুধুমাত্র নিয়ম রক্ষা করেই পুজা সারবেন তারা। পূজার মধ্য দিয়েই দুর্গা মায়ের কাছে প্রার্থনা করবেন তারা যাতে সমগ্র বিশ্ববাসীকে এই কোরোনা মহামারি থেকে রক্ষা করা যায়।