নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃপয়লা আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের ১০১ বছর পূর্ন হল। ইস্টবেঙ্গল দ্যা হার্ট অফ শিলিগুড়ি ফ্যান ক্লাবের তরফে এদিন শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে ক্লাবের পতাকা উত্তোলন ও কেক কেটে দিনটি পালন করেন সদস্যরা।সামাজিক দূরত্ব বজায় রেখেই এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যান ক্লাবের সদস্যরা। ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্য এবং জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের সভাপতি মদন ভট্টাচার্য, শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সম্পাদক অরুপরতন ঘোষ, কার্যকরী সভাপতি নান্টু পাল প্রমুখ পতাকা উত্তোলনে অংশ নেন। ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্য মদন ভট্টাচার্য সেখানে বলেন, করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে এই অনুষ্ঠান। তারা চান সবাই করোনা সচেতনতা মেনে সতর্ক থেকে বিদায় জানাক করোনাকে। আর করোনা রোগীকে ঘৃনা না করে করোনাকে ঘৃণা করার আবেদনও করেন মদনবাবু।
ইস্টবেঙ্গল দ্যা হার্ট অফ শিলিগুড়ি ফ্যান ক্লাবের তরফে থেকে জানানো হয় এই দিনটি নিয়ে তাদের অনেক পরিকল্পনা ছিল তবে করোনা আবহের জন্য শহরজুড়ে যা পরিস্থিতি রয়েছে তারফলে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করা সম্ভব হয়নি।এদিনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে করোনা আবহে সকলকেই সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলার আবেদনও জানান ইস্টবেঙ্গল দ্যা হার্ট অফ শিলিগুড়ি ফ্যান ক্লাবের সব সদস্য।