অবশেষে করোনা মুক্ত হলেন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য

নিজস্ব সংবাদদাতাঃ শেষ পর্যন্ত করোনামুক্ত হলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান তথা বিধায়ক অশোক ভট্টাচার্য। ১৬ জুন নিউমোনিয়ার উপসর্গ নিয়ে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়ে অশোকবাবুকে। এরপর তার স্যোয়াব টেস্ট রিপোর্ট কোভিড পজিটিভ আসে।

রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের হস্তক্ষেপে কোভিড হাসপাতালে না নিয়ে গিয়ে মাটিগাড়া সংলগ্ন বেসরকারি হাসপাতালেই চিকিৎসা শুরু হয় অশোকবাবুর। এরপর দিন সাতেক আগে আবারও স্যোয়াব টেস্ট করা হয় তাঁর। দ্বিতীয়বারের সেই টেস্ট-ও কোভিড পজিটিভ আসে শিলিগুড়ি পুর সভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যানের। এরপর গত কয়েক দিনে একটু একটু করে শারীরিক অবস্থার উন্নতি হয় তাঁর। ফের বৃহস্পতিবার স্যোয়াব টেস্ট করা হয় অশোকবাবুর। সেই টেস্ট রিপোর্ট হাতে না এলেও, অশোকবাবুর তৃতীয় বারের স্যোয়াব টেস্ট রিপোর্ট কোভিড নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন দার্জিলিং জেলা সিপিআই এম সম্পাদক জীবেশ সরকার। রিপোর্ট হাতে এলে রিপোর্ট সংক্রান্ত যাবতীয় তথ্য জানানো হবে বলে জানিয়েছেন জীবেশবাবু। সব ঠিক ঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন অশোক ভট্টাচার্য।