নিজস্ব প্রতিবেদনঃ বুধবার শিলিগুড়ি দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের সামনে জমায়েত হওয়া দুশোজন ভ্রাম্যমাণ যৌন কর্মীকে উপহার হিসাবে চাল, ডাল, সরষে তেল, মুড়ি, বিস্কুট সহ অন্য সামগ্রী তুলে দিলো স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশন। শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রি থেকে সমাজসেবী কৌস্তুভ দত্ত, রোজলি দত্ত ছাড়াও শালবাড়ির বেথেল চার্চ থেকে স্বদীপ্ত স্যামুয়েল, পিঙ্কি স্যামুয়েল এই উপহার তুলে দিতে সক্রিয় ভূমিকা পালন করেন। অনুষ্ঠানে শিলিগুড়ি থানার আইসি সুদীপ চক্রবর্তী, টেবিল টেনিস প্রশিক্ষক তথা বঙ্গ রত্ন ভারতী ঘোষ, শিলিগুড়ি লিগ্যাল এইড ফোরামের অমিত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
করোনা, লকডাউন, আনলক পর্বে যৌন কর্মীদের অবস্থা অত্যন্ত করুন। এইসময় তাদের রোজগার বন্ধ থাকায় তাঁরা সঙ্কটে পড়েছেন। আর সেই কারনে মানবিক দৃষ্টিকোন থেকে বিচার করে বুধবার তাঁরা দুশো জন ভ্রাম্যমান যৌন কর্মীর হাতে উপহার হিসাবে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার প্রয়াস নেন বলে ভলান্টারি হেলথ এসোসিয়েশনের তরফে সুচন্দ্রা মাইতি জানিয়েছেন। এর আগেও তাঁরা এইরকম মানবিক প্রয়াস নেন বলে সুচন্দ্রাদেবী জানিয়েছেন।