নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃদক্ষিণ দিনাজপুর জেলায় প্রথম প্লাজমা থেরাপি হল বালুরঘাট কোভিড হাসপাতালে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, বুধবার রাত সাড়ে নটায় বালুরঘাট কোভিড হাসপাতালে এক করোনা রোগীকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে।
কিছুদিন আগে বালুরঘাটে করোনা যুদ্ধে জয়ী ব্যাক্তিদের থেকে প্লাজমা দান শুরু হয়েছিল।জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, রোগীর নাম আশিস কুমার ঘোষ, বাড়ি বালুরঘাটের ডাকবাংলো পাড়ায়। তিনি করোনা পজিটিভ হয়ে বালুরঘাট কোভিড হাসপাতালে ভর্তি ছিলেন। তার ক্ষতিগ্রস্ত কিডনি এর পাশাপাশি ডায়াবেটিস রয়েছে। বি পজিটিভ গ্রুপের এই রোগীর দেহে গতকাল রাত সাড়ে নটার সময় প্লাজমা থেরাপি প্রয়োগের পর এদিন সকালে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি (ইমপ্রুভ) হয়েছে বলে জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে।