জলপাইগুড়িতে শুরু আয়ূষ মেলা

নিজস্ব প্রতিবেদন ঃ সোমবার জলপাইগুড়িতে দুদিন ব্যাপী আয়ুস মেলা শুরু হলো।বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই মেলা শুরু হয়।জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে এই মেলা ও আলোচনা শিবির চলবে ৪ ঠা জানুয়ারি পর্যন্ত।
আয়ুষ হল বিভিন্ন বিকল্প চিকিৎসার সংক্ষিপ্ত রূপ যা আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি অন্তর্ভুক্ত স্বাস্থ্য বীমা নীতির আওতায় রয়েছে। বিভিন্ন রোগের চিকিত্সার জন্য প্রাকৃতিক ভেষজ পদার্থের উপর নির্ভর করে। যেহেতু এই ধরনের চিকিত্সার উপাদানগুলি পরিবেশে প্রাকৃতিকভাবে পাওয়া যায়, তাই মানবদেহের পক্ষে কম থেকে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই এগুলি শোষণ করা সহজ হয়ে যায়।