ক্যান্সার দিবসের আগে ভাষা চর্চা নিয়ে কি স্পর্শকাতর বার্তা দিলেন এই শিক্ষক!!!

নিজস্ব প্রতিবেদন ঃ ৪ ফেব্রুয়ারী বিশ্ব ক্যান্সার দিবস।তার আগে একটি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়ে বৃহস্পতিবার সকলের নজর কাড়লেন শিলিগুড়ি হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক দুলাল দত্ত।দুলালবাবুর স্ত্রী দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত। স্ত্রীর চিকিৎসার জন্য তাঁকে প্রায় সময়ই এদিক ওদিকে ছুটতে হচ্ছে। স্ত্রীর শরীরে ক্যান্সার যন্ত্রণার কষ্ট মানসিকভাবে হলেও দুলালবাবুকে কষ্ট দিয়ে চলেছে। আর এই কষ্ট কিন্তু কিছুটা হলেও দুলালবাবু লাঘব করে নিতে পারছেন তাঁর কবিতা চর্চার মাধ্যমে। প্রায়ই তিনি কবিতা,ছড়া লিখে চলেছেন।শীঘ্রই এসব নিয়ে তাঁর একটি বইও প্রকাশিত হতে চলেছে। দুলালবাবু বলেন,ক্যান্সারের সঙ্গে লড়াই করার জন্য কেমো,ওষুধ ইত্যাদি যেমন রয়েছে তেমনই ক্যান্সার আক্রান্ত রোগী ও তাঁর পরিবারকে ইতিবাচক মনোভাব গড়ে তোলা প্রয়োজন। ইতিবাচক মনোভাব থাকলে লড়াই করার বাড়তি শক্তি তৈরি হয়।সেই ইতিবাচক মনোভাব তাঁর আসছে সৃজনমূলক ভাবনা কবিতা থেকে। সামনে একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক হলেও দুলালবাবু মাতৃভাষা বাংলার প্রচার প্রসারে কাজ করে চলেছেন যা এক নজির। দুলালবাবু দুঃখ করে বলেন,আমার স্ত্রী ক্যান্সার আক্রান্ত হলেও আমি মাতৃভাষা বাংলার চর্চা ছাড়ি নি।আজ বাংলা ভাষাও যেন ক্যান্সার আক্রান্ত। নতুন প্রজন্ম বাংলা ভাষা ভুলতে বসেছে।তাই ক্যান্সারের শেষ পর্যায়ে যাতে বাংলা ভাষা চলে না যায় সেজন্য এখন থেকেই সকলকে সচেতন হতে হবে। হিন্দি, ইংরেজি বা অন্য যে কোনো ভাষা আমরা শিখতে পারি কিন্তু কখনোই নিজের মাতৃভাষা বাংলাকে অবহেলা করে নয়। শুরুতে চিকিৎসা শুরু হলে যেমন ক্যান্সার রোগী বেঁচে যায় তেমনই এখনই সবাই সচেতন হলে বাংলা ভাষা বেঁচে যাবে নতুবা শেষ পর্যায়ে চলে গেলে একদিন মৃত্যু ঘটবে বাংলা ভাষার।