খবরের ঘন্টা বাংলাদেশের ঢাকায় বসে নিয়মিত দেখেন এই বাচিক শিল্পী

নিজস্ব প্রতিবেদন ঃ এপার বাংলা, ওপার বাংলা দুই বাংলাতেই বাচিক শিল্পী হিসাবে বেশ জনপ্রিয় পারভেজ চৌধুরী। তিনি একজন কবিও বটে।এই মুহুর্তে এই প্রতিভাবান বাচিক শিল্পী শিলিগুড়ি এসেছেন। বাংলাদেশ থেকে তিনি নিয়মিত খবরের ঘন্টার ডিজিটাল মিডিয়া অনুসরন করেন বলে বৃহস্পতিবার শিলিগুড়িতে জানিয়েছেন। খবরের ঘন্টার তরফে সম্পাদক বাপি ঘোষ এদিন তাঁকে শিলিগুড়ি শিবমন্দিরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। এরপর এক আলাপচারিতায় বহু কথার ফাঁকে খবরের ঘন্টার ইতিবাচক ভাবনা নিয়ে তিনি বলেন,চারদিকে এখন নেতিবাচক খবরের ছড়াছড়ি। সেই জায়গায় খবরের ঘন্টার ইতিবাচক খবরগুলো মন ভালো করে দেয়। তিনি বাংলাদেশের রাজধানী ঢাকায় বসে নিয়মিত খবরের ঘন্টার খবরগুলো অনুসরন করেন বলে জানান।