করোনা মানেই মৃত্যু নয়, এ লড়াইতেও জেতা যায়– জানালেন শিলিগুড়ির বিধায়ক

নিজস্ব সংবাদদাতাঃকরোনা মানেই মৃত্যু নয়,এই লড়াইতেও জেতা যায় যদি আত্মবিশ্বাস রাখা যায়। করোনা যুদ্ধে জয়ী হওয়ার পর বৃহস্পতিবার নেওটিয়া গেটওয়েল থেকে এক বিবৃতিতে একথা জানিয়েছেন শিলিগুড়ির বিধায়ক তথা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য।

অশোকবাবু এদিন তাঁর বিবৃতিতে আরও বলেছেন,’সব চিকিৎসক, চিকিৎসা কর্মীদের আন্তরিক প্রচেষ্টা ও চিকিৎসায় আমি করোনা মুক্ত হয়েছি। আমি এদের সকলকে আমার ও আমার পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। বিশেষ করে নেওটিয়া গেটওয়েল কতৃপক্ষকে ধন্যবাদ জানাই। অগুনতি মানুষের শুভেচ্ছা ও শুভকামনা আমাকে এই কঠিন লড়াইতে জয়ী হতে সাহস জুগিয়েছে, তাঁদের জানাই কৃতজ্ঞতা। মাননীয় মুখ্যমন্ত্রী ও অন্যান্যরা বারেবার খোঁজ নিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমার পার্টি ও বিভিন্ন পার্টি ও বিভিন্ন সংস্থা, সাধারণ মানুষ যারা আমার সুস্থতা কামনা করেছেন তাদেরও জানাই ধন্যবাদ। শিলিগুড়ি পৌর কর্পোরেশনের সমস্ত কর্মী, আধিকারিক, কোঅর্ডিনেটর যারা এরমধ্যেও পরিষেবা অব্যাহত রেখেছেন তাদেরও অভিনন্দন। জেলা শাসক, মহকুমা শাসক cmoh প্রত্যেককে ধন্যবাদ জানাই। করোনা মানে মৃত্যু নয় এই লড়াইতেও জেতা যায়। যদি আত্ম বিশ্বাস রাখা যায়, আমার আরো কিছু অভিজ্ঞতা শেয়ার করার ইচ্ছা রইলো
প্রতি মুহূর্তে খোঁজ নিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান পার্টির রাজ্য সম্পাদক সহ সমস্ত জেলা নেতৃত্ব, তাঁদের জানাই অভিনন্দন।’