শিলিগুড়ি থানার রাখি বন্ধন, ভক্তিনগর ট্রাফিক গার্ডের গাছ বিলি

নিজস্ব সংবাদদাতাঃ সারা দেশের পাশাপাশি শহর শিলিগুড়িতেও পালিত হলো রাখি পূর্ণিমা। শিলিগুড়ি শহরের বিভিন্ন সংস্থার পাশাপাশি এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও পালন করা হয় রাখি পূর্ণিমা। শিলিগুড়ি থানার আই সির উদ্যোগে শহরের হাসমি চকে পথ চলতি সমস্ত মানুষকে এদিন মাস্ক এবং রাখী পরিয়ে দেন মহিলা পুলিশ কর্মীরা। মহিলা পুলিশ কর্মীদের পাশপাশি এদিনের এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন শিলিগুড়ি থানার পুরুষ পুলিশ কর্মীরাও। অন্যদিকে, পথ চলতি মানুষেরাও পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে দিয়ে রাখি বন্ধন পালন করেন।

অপরদিকে এবার অন্যভাবে রাখি বন্ধন উৎসব পালন করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তি নগর থানার পুলিশ। সোমবার ভক্তিনগর ট্রাফিক গার্ডের তরফ থেকে ট্রাফিক অফিসের সামনে সাধারণ মানুষদের ৫০০ চারা গাছ বিতরণ করা হয়। এর পাশাপাশি করোনা আবহে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসিপি (ট্রাফিক) জাসপ্রিত সিং,ভক্তিনগর ট্রাফিক ইন্সপেক্টর সুবির দত্ত সহ অন্যান্য পুলিশ কর্মীরা।