করোনায় আক্রান্ত রোগী কল্যান সমিতির চেয়ারম্যান ডাঃরুদ্রনাথ ভট্টাচার্য, শিলিগুড়িতে আক্রান্ত ৭৪

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ৪ আগস্টঃ করোনায় সংক্রমিত হলেন শিলিগুড়ি জেলা হাসপাতালের রোগীকল্যান সমিতির চেয়ারম্যান তথা শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক ডাঃরুদ্রনাথ ভট্টাচার্য। বর্তমানে তিনি প্রধাননগরের একটি বেসরকারী নার্সিং হোমে চিকিৎসাধীন।

জানাগেছে, সোমবার তিনি ও তার স্ত্রী সঙ্গীতা ভট্টাচার্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভিআরডিএলে সোয়াব পরীক্ষা করান। মঙ্গলবার সকালে তার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তিনি প্রধাননগরের একটি বেসরকারী নার্সিং হোমে ভর্তি হন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও শিলিগুড়ি জেলা হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান তিনি।

এদিকে মঙ্গলবার শিলিগুড়িতে গত দুদিনের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার অবশ্য সংক্রমন কম ছিলো। মঙ্গলবার শিলিগুড়িতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৭৪ জন। করোনায় আক্রান্ত হয়ে এদিন শিলিগুড়িতে মৃত্যু হয়েছে মোট ৫ জনের। মৃতদের মধ্যে রয়েছেন ২৪ নম্বর ওয়ার্ড ভারতনগরের বাসিন্দা পুলিন সাহা, শক্তিগড়ের বাসিন্দা হরিপদ সূত্রধর, শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির বাসিন্দা বিনীত নারায়ন রায়, কার্শিয়াং- এর বাসিন্দা রেবিকা সিং এবং আলিপুরদুয়ার জেলার জয়গার বাসিন্দা বিষ্ণু কর্মকার।

এদিন শিলিগুড়ি শহরে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ২৭ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে নতুন করে এদিন করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৯ জন। এছাড়া সংক্রমনের খবর মিলেছে ২ ৫ ৮ ৯ ১০ ১৪ ১৭ ২৬ ৩২ ৩৫ ৩৭ ৩৮ ৪০ ৪১ ৪৩ ৪৬ ৪৭ নম্বর ওয়ার্ডে। এদিন শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া এলাকায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ জন। নক্সালবাড়িতে আক্রান্ত হয়েছেন ১৫ এবং খড়িবাড়িতে ৬ জনের শরীরে করোনার সংক্রমনের খবর মিলেছে।