রাজ্যে প্রথম আলিপুরদুয়ার বড়বাজারে চালু হল সুলভ মূল্যের আলুর দোকান

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ রাজ্যে প্রথম আলিপুরদুয়ার বড়বাজারে বৃহস্পতিবার সকালে চালু হল সুলভ মূল্যে আলুর দোকান।এখানে সরকার নির্ধারিত ২৫ টাকা প্রতি কেজি দরে আলু বিক্রি হবে।বুধবার আলিপুরদুয়ার পুলিশ প্রশাসন জেলার আলু ব্যবসায়ী,হিমঘর মালিকদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়।সেখানে সরকার নির্ধারিত ২৫ টাকা প্রতি কেজি দরে আলু বিক্রির ব্যাপারে সিদ্ধান্ত হয়।আলু ব্যাবসায়ীরা মেনে নেন।এবং বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার বড়বাজারে সুলভ মূল্যে আলুর দোকান চালু হয়।

আলু ব্যাবসায়ীরা জানান, বাজারে যেহারে আলুর দাম বেড়েছে তাতে সাধারন মানুষ বিপাকে পড়েছেন।সেজন্য সরকার নির্ধারিত ২৫ টাকা কেজিতে আলিপুরদুয়ারে আলু বিক্রি করা হবে ।প্রথম এটি আলিপুরদুয়ারে চালু হল।পরবর্তিতে গোটা জেলার বাজারে চালু হবে।সুলভ মূল্যে আলু বিক্রির ক্ষেত্রে আলিপুরদুয়ার চেম্বার অব কমার্সের সহযোগিতা রয়েছে বলে আলু ব্যাবসায়ীরা জানিয়েছেন।এদিকে বাজারে আলুর দাম অনেক বেশি।তাই সুলভমূল্যে আলু পেয়ে খুশি ক্রেতারা।