
নিজস্ব প্রতিবেদন ঃ শুক্রবার বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল শিলিগুড়ি জংশন পাতিকলোনিতে অবস্থিত কবি সুকান্ত হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা*। এদিন সেখানে মোট ৩৬টি ইভেন্টে প্রতিযোগিরা অংশগ্রহন করে।অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধনা জানানো হয় মহিলা বাংলা দলের খেলোয়াড় হাতিয়াডাঙ্গা নিবাসী অরুনা বর্মন এবং শিলিগুড়ি জেলার ক্রিকেট প্রশিক্ষক তপন ভাওয়ালকে।সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঋশেন বিশ্বাস। এদিন সকাল থেকেই ওই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের মধ্যে বেশ উৎসাহ দেখা যায়।
