নিজস্ব প্রতিবেদন ঃ কোচবিহারের সুমিতা আইচের স্বামী শঙ্কর আইচের দ্বিতীয় প্রয়াণ দিবস ছিলো শনিবার। করোনা মহামারীর সময় তিনি মারা যান। তার আত্মার শান্তি কামনার জন্য কোচবিহার সরকারি হাসপাতালের সামনে রোগীর আত্মীয় পরিজনদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করেন সুমিতা আইচ।তার সঙ্গে নবজাতক শিশুদের পরিবারের হাতে একটি করে কম্বল তুলে দেয় তার পরিবার বর্গ।দেড়শজন মানুষের জন্য খাবারের ব্যবস্থাও করেছে তার পরিবার বর্গ।
রাতের খাবারের মেনুতে ছিল ভাত ,পাপড় ভাজ া ,ভেজ ডাল ,গুড়া মাছের চচ্চড়ি, কাতল মাছ ,এবং মিষ্টি।এই মানবিক কাজে
সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আস্থা ফাউন্ডেশন এর সকল সদস্যবৃন্দ।