শিলিগুড়িতে ভিন্ন রুপে লাটাগুড়ি বইয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়ি ঃ শিলিগুড়িতে ভিন্ন রুপে লাটাগুড়ি বইয়ের উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। মঙ্গলবার শিলিগুড়ি মৈনাক টুরিস্ট লজে ওই বইয়ের উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভ্রমন বিশেষজ্ঞ রাজ বসু , দীপজ্যোতি চক্রবর্তী ছাড়া আরও অনেকে। মন্ত্রী সেখানে আগামী দিনে উত্তরবঙ্গের পর্যটন বিকাশে কি কি করা হচ্ছে তার বিস্তারিত বিবরন দেন। রাজ বসু জানান, কলকাতায় শুরু হতে চলেছে পর্যটন মেলা। আগামী ৬ জুলাই থেকে তিন দিন ধরে কলকাতায় সেই মেলা হবে। সেই মেলাতে ওই বই বিলি করা হবে। লাটাগুড়ি রিসোর্ট ওনার্স এসোসিয়েশন আয়োজিত সেই অনুষ্ঠানে ওই বইটি বিভিন্ন মহলের প্রশংসা পায়।
ভিন্ন রুপে লাটাগুড়ি বইটি সেই অর্থে ডুআরস ভ্রমনের একটি সুন্দর গাইড বই। বইটিতে মেটেলির মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত এয়ারফিল্ড গ্রাউন্ড , শৈব তীর্থ জল্পেশ ও জটিলেশ্বর, ভ্রামরি দেবীর মন্দির, শক্তিশ্বর বালাজি মন্দির, লেপচা রাজার ডালিম ফোরট নিয়ে তথ্য আছে। গ্রু মারার ইতিবৃত্ত থেকে শুরু করে যাত্রা প্রসাদ নজরমিনার, মেদলা নজরমিনার, চন্দ্র চুর ও চুকচুকি নজরমিনার, চাপরামারি অভয়ারন্য, জঙ্গল সাফারি স্থান পেয়েছে বইটিতে। ডুআরস থেকে ডকালাম, বাংলাদেশের তিনবিঘা করিডোর ,ঝামেলাবিহিন লালঝামেলায়, দ্রাগন রাজার দেশে, মেঘের দেশে,ঝালং বিন্দু প্যারেন, সামসিং সুন্তালেখোলা রকি আইল্যান্ড নিয়ে সেই বইয়ে বর্ণনা আছে। লাটাগুড়ির হস্তশিল্প, সেভক বাঘ পুল, সেভকেশ্বরি মন্দির নিয়েও তথ্য আছে তাতে। এককথায় ডুআরস ভ্রমন করতে গেলে হাতের কাছে এই বইটি রাখলে অনেক কিছু মিস করা যাবে না। ডুআরস ভ্রমনে এসে বোরোলি মাছের স্বাদ না নিলে ডুআরস ভ্রমন যে অপূর্ণ থেকে যাবে তার কথাও লেখা আছে। লাটাগুড়ির পেল্লাই চমচম,নতুন চা এর গন্ধ, কোথায় থাকা যাবে, কিভাবে যেতে হবে তারও সুন্দর বর্ণনা আছে। সচিত্র ও রঙ্গিন সেই ছোট বইতে এক কথায় ডুআরস ভ্রমনের প্রাথমিক স্বাদ নেওয়াই যায়।