দক্ষিন দিনাজপুরে বিপদ সীমার ওপর দিয়ে বইছে টাঙ্গন ও পুনর্ভবার জল

নিজস্ব সংবাদদাতা ঃদক্ষিণ দিনাজপুরের প্রধান তিনটি নদীর মধ্যে টাঙ্গন ও পুনর্ভবা নদীর জল এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে। অপরদিকে জল বেড়েছে আত্রেয়ীতেও। যদিও আত্রেয়ী নদীর জল বিপদসীমার নীচে রয়েছে, তবুও বালুরঘাট শহরের আত্রেয়ী কলোনীতে জল ঢুকতে শুরু করেছে আত্রেয়ীর।

দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার কিছু অংশ এবং বংশীহারীর বিস্তীর্ণ অঞ্চলের চাষের জমি টাঙ্গন নদীর জলে প্লাবিত হয়েছে। পুনর্ভবা নদীর জল বিপদসীমার ওপরে রয়েছে। পুনর্ভবা নদীর জলে গঙ্গারামপুর পৌরসভার ৫ এবং ৬ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি তপন ব্লকের বেশ কিছু অংশের চাষযোগ্য জমি প্লাবিত হয়েছে পুনর্ভবা নদীর জলে।

অপরদিকে আত্রেয়ী নদীর জল এখনো বিপদসীমার নিচে থাকলেও, এদিন আত্রেয়ীর জল বেড়ে যাওয়ায় বালুরঘাট শহরের বেশ কিছু এলাকায় জল ঢুকতে শুরু করেছে। বালুরঘাটের আত্রেয়ী কলোনি ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। সমস্যায় পড়েছেন আত্রেয়ী কলোনি এলাকার বাসিন্দারা।

জেলা সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, আত্রেয়ী নদীর জল বাড়লেও, তা বিপদ সীমার নিচে রয়েছে। অপরদিকে জেলার পুনর্ভবা ও টাঙ্গন নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে বলে জানিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা সেচ দপ্তর।