নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়িঃবুধবার শিলিগুড়ি বাঘাযতীন পার্কে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ সরকারের বনমহোৎসব ২০২০।অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিল বৈকন্ঠপুর বন বিভাগ শিলিগুড়ি। শিলিগুড়ি বাঘাযতীন পার্কে এই উপলক্ষে বেশ কয়েকটি বৃক্ষ রোপণ করা হয়।
পাশাপাশি প্রায় এক হাজার চারাগাছ সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে বলে বনদপ্তর এর পক্ষ থেকে এদিন জানানো হয়। এদিন বাঘাযতীন পার্ক থেকে একটি ট্যাবলো বের করা হয়। এদিনের এই অনুষ্ঠানে বনদপ্তর এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিপিন কুমার সুদ, জিবি ছেত্রী, উমা রানী এন সহ বৈকন্ঠপুর বনবিভাগের সমস্ত এলাকার রেঞ্জ অফিসারেরা। পরিবেশ রক্ষার জন্য সকলের কাছে বারবার বৃক্ষরোপনের আবেদন জানানো হয়।